চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গন্তব্যে না নিয়ে ১৮ টন সয়াবিন বিক্রি করে দিল ট্রাকের চালক-হেল্পার

সয়াবিন তেল ভর্তি ট্রাক উদ্ধার, আটক ৩

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর থেকে আত্মসাৎ হওয়া ১৮ টন সয়াবিন উদ্ধার ও ৩ আত্মসাৎকারীকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর মাইজদী এলাকা থেকে সয়াবিন ভর্তি ট্রাক উদ্ধার করে জেলার মডেল থানায় নিয়ে আসে পুলিশ।

এ ঘটনার সাথে জড়িত ট্রাক চালক ও হেলপারসহ ৩ জনকে আটক করা হয়েছে।

মডেল থানা সূত্রে জানা গেছে, বরিশাল মুলাদি থেকে ১৮ টন সয়াবিন নৌপথে চাঁদপুর আসার পর ট্রান্সপোর্টের মাধ্যমে একটি ট্রাকে লোড করে লক্ষ্মীপুর বিসিক এ পাঠানো হয়। ট্রাক চালক ও হেলপার সেই সয়াবিন বিসিক এ না নিয়ে মাইজদী এলাকার এক ব্যবসায়ীর কাছে চার লক্ষ টাকায় বিক্রি করে দেয়। সয়াবিন বিক্রির টাকা নিতে আসলে স্থানীয় ব্যবসায়ীরা ওই তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে চাঁদপুর থেকে আত্মসাৎ হওয়া সয়াবিনের সন্ধান পাওয়ার পরেই মডেল থানার তদন্ত ওসি সুজন কান্তি বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে ট্রাকভর্তি তেল উদ্ধারসহ ৩ জনকে আটক করে।

মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।