চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘স্বপ্ন’তে ১৫৫ টাকায় ১ ডজন ডিম

KSRM

যেখানে বাজারের সবখানে ডিম ১৬০-১৭০ টাকা ডজনে বিক্রি হচ্ছে, সেখানে দেশের নাম্বার ওয়ান রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’তে পাওয়া যাবে ১৫৫ টাকায় ১ ডজন ডিম।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির জানান, জনজীবনে স্বস্তি ফেরানোর লক্ষ্যে নাম মাত্র মুনাফায় ডিম বিক্রির এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা।

Bkash July

ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা জোনের সকল ‘স্বপ্ন’ আউটলেটে ডিম ১৫৫ টাকা ডজনে পাওয়া যাবে, যা বাজারে এখন ১৬৫- ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে ।

স্বপ্নের বিশেষ ছাড় ১৪ ও ১৫ আগস্ট পর্যন্ত প্রযোজ্য হবে। শর্ত থাকছে একজন গ্রাহক স্বপ্ন আউটলেট থেকে ১ ডজনের বেশি ডিম কিনতে পারবেন না। যেন অন্য কোন দোকানি অসৎভাবে বেশি পরিমাণ ডিম কিনে ব্যবসা না করতে পারে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View