চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৯৯ রানে রানআউট সাব্বির

জাতীয় ক্রিকেট লিগ-২০১৮

পারফরম্যান্স ও আচরণগত কারণে আপাতত জাতীয় দলের বাইরে, আছে নিষেধাজ্ঞাও। ঘরোয়া লিগে একটি শতক পথে ফেরার জন্য দারুণ টোটকা হতো সাব্বির রহমানের জন্য। বুধবার সেটি পেয়েও যাচ্ছিলেন রাজশাহীর এ ব্যাটসম্যান। কিন্তু একরানের দূরে থাকতে পড়েছেন রানআউটে কাটা!

ঢাকা বিভাগ-চট্টগ্রাম
ঢাকার প্রথম ইনিংসে ২৮৮ রানের জবাবে তৃতীয় দিনে ২৩৮ রানে অলআউট হয় চট্টগ্রাম। ৫০ রানের লিড পেয়েও সেটিকে খুববেশি বড় করতে পারেনি ঢাকা। চট্টগ্রামের বোলারদের তোপে ১৫১ রানে অলআউট হয়ে প্রতিপক্ষকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে নাদিফ চৌধুরীর দল।

প্রথম ইনিংসে ৮ উইকেট নেয়া স্পিনার নাঈম হাসান দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার শিকার ১১ উইকেট।

লক্ষ্য তাড়ায় সুবিধাজনক অবস্থানে চট্টগ্রাম। ২ উইকেট হারিয়ে ১১৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে দলটি। ম্যাচ জিততে চতুর্থ দিনে ৮ উইকেট নিয়ে ৮৯ রান করতে পারলেই হবে ইয়াসির আলির দলকে।

খুলনা-রাজশাহী
টায়ার-১ এর এই ম্যাচে দুই দলের প্রথম ইনিংসে রান হয়েছে প্রচুর। স্বাগতিক খুলনার ৩০৯ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ৪১৮ রান করেছে রাজশাহী। কিন্তু দিন শেষে আলোচনায় সাব্বিরের সেই আউট।

আগের দিনের ১৬ রান নিয়ে সকাল শুরু করেছিলেন সাব্বির। নামের পাশে মারকুটে ব্যাটসম্যানের তকমাকে পাশে রেখে খেলেছেন ১৬৯ বলে ধৈর্যশীল ইনিংস। আর এক রান হলেই পেতেন কাঙ্ক্ষিত শতক। এমন সময়ে আফিফ হোসেনের দুর্দান্ত এক থ্রোতে সাজঘরে ফিরতে হয়।

সাব্বিরের পাশাপাশি ব্যাট হাতে ধৈর্য দেখিয়েছেন মুক্তার আলী ও সানজামুল ইসলাম। ১৬২ বল খেলে ৪৭ রান করেছেন মুক্তার, ১৩২ বলে ৬৪ করেছেন সানজামুল। তাতে ১০৯ রানের লিড পেয়েছে রাজশাহী।

সিলেট-ঢাকা মেট্টো
আগের দিনের ২৬৭ রানকে ৩০০ রান পর্যন্ত টেনে নিয়ে তৃতীয় দিনে অলআউট ঢাকা মেট্টো। মেট্টোর পেসার কাজী অনিকের তোপে ১২ রানের লিডকে ১৯৬ রানের বেশি নিতে পারেনি সিলেট। কাজী অনিক একাই নিয়েছেন ৫ উইকেট। তিন উইকেট পেয়েছেন শহীদুল ইসলাম।

১৯৭ রানের জবাবে শৈকত আলীর উইকেট হারিয়ে ২৮ রানে দিন শেষ করেছে ঢাকা মেট্টো। ম্যাচ জিততে চতুর্থ দিনে ৯ উইকেটে ১৬৯ রান করতে হবে দলটিকে।

রংপুর-বরিশাল
প্রথম ইনিংসে দুই দলই অলআউট হয়েছিল ১৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে আগের দিনে ৭৭ রানকে ২২৯ রান পর্যন্ত টেনে অলআউট স্বাগতিক রংপুর। দলটির হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন মাহমুদুল হাসান। বরিশালের স্পিনার মনির হোসেন নিয়েছেন ৫ উইকেট।

২৩০ রানের লক্ষ্যে দিন শেষে ৭১ রানে শীর্ষ তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে বরিশাল। শেষ দিনে ম্যাচ জিততে ৭ উইকেটে ১৫৯ রান করতে হবে দলটিকে।