চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার

দেশের ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনতে সরকার রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আনা অব্যাহত রেখেছে  বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বিদেশ থেকে আনা করোনা ভ্যাকসিন সুষ্ঠু তাপমাত্রা ও পরিবেশে সংরক্ষণ করাই এখন সরকারের মূল চ্যালেঞ্জ বলেও জানান তিনি।

উজবেকিস্তানে পাঁচদিনের সফর শেষে পররাষ্ট্র ভবনে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রাশিয়া থেকে করোনা টিকা আনার প্রক্রিয়া চূড়ান্ত, শিগগিরই দেশে আসবে ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন।

১১ জুলাই পর্যন্ত ১ কোটি ২ লাখ ৯৫ হাজার ৩৮২ জন মানুষ ভ্যাকসিন নিয়েছেন। জুলাই মাসের শুরুতে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মর্ডানার ২৪ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা এসেছে। এর বাইরে চীনের কাছ থেকে দেড় কোটি ডোজের মধ্যে ২০ লাখ ডোজ পাওয়া গেছে। এছাড়া চীন থেকে উপহার পাওয়া ১১ লাখ সিনোফার্মের ডোজ রয়েছে। কোভ্যাক্স থেকে ফাইজারের ১ লাখ ডোজ এবং মর্ডানার ২৫ লাখ ডোজ পাওয়া গেছে। সব মিলে দেশে মোট ভ্যাকসিন মজুদ রয়েছে ৫৮ লাখ ৫৪ হাজারের চেয়ে কিছু বেশি। দেশে আসা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ৯০ হাজার ৭২ ডোজ ভ্যাকসিন হাতে আছে বলে জানান তিনি।

সফরে চীন, রাশিয়া এবং ভারতসহ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান এ কে এম আব্দুল মোমেন।

চীন বাংলাদেশে ভ্যাকসিন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতির পাশাপাশি যৌথ টিকা উৎপাদনওে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সেই সাথে সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের ৩ কোটি ভ্যাকসিন আনার বিষয়ে চুক্তি হয় বলে মন্তব্য করেন তিনি।