চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল সিটি

চ্যাম্পিয়নস লিগে রাতে রোমাঞ্চে ঠাসা উত্তেজনাপূর্ণ এক ম্যাচ দেখল ম্যানচেস্টার সিটি- রিয়াল মাদ্রিদ সমর্থকরা। ইতিহাদে ম্যাচের ২ মিনিটেই দারুণ এক গোল করে সিটি সমর্থকদের উল্লাসে মাতান ডে ব্রুইনে। ম্যাচের বাকি ৮৮ মিনিট সেই লিড ধরে রেখে ৪-৩ গোলের জয় নিয়ে প্রথম লেগের দেখায় এগিয়ে থাকল গার্দিওলার দল। গোল ব্যবধান কম থাকায় অন্যদিকে পরের ম্যাচ রিয়ালের ডেরায় হওয়ায় খুব একটা অস্বস্তিতে নেই আনচেলত্তিও।

চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে ইতিহাদে নিজেদের শক্তিমত্তার জানান দেন গার্দিওলার দল। রিয়ালকে চাপে রেখে ম্যাচের ১১ তম মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেন গাব্রিয়াল জেসুস। ম্যাচে একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে রিয়ালের রক্ষণভাগ।

ম্যাচের ২৬ ও ২৯ মিনিটে গোল ব্যবধান বাড়িয়ে নেয়ার দারুণ দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সিটির আক্রমণভাগ। উল্টো ম্যাচের ৩৩ তম মিনিটে লুকা মড্রিচের বাড়ানো বল জলে পাঠিয়ে ব্যবধান কমান রিয়ালের হয়ে ৬০০ তম ম্যাচে মাঠে নামা করিম বেনজেমা। এরপর বাকি সময় গোল না হলে ২-১ এ পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে রিয়াল।

দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণের ধারা অব্যাহত রাখে গার্দিওলার দল। মাহরেজের নেয়া গতিময় শট গোল পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় সিটি সমর্থকদের। খানিক পরেই দারুণ এক হেডে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন ফোডেন।
তবে ব্যবধান কমাতে খুব একটা সময় নেয়নি রিয়াল। মদির বাড়ানো বল অসাধারণ নৈপুণ্যে নিজের নিয়ন্ত্রণে নেন ভিনিসিয়াস। মূর্তেই শট নিয়ে তা জলেও পাঠান। ম্যাচে ফেরার আবাস দেয় রিয়াল।

৬৭ মিনিটে এমেরক লাপোর্তের নেয়া দুর্বল শট ঠেকিয়ে তাকে হতাশ করেন থিবো কোর্তোয়া। তবে পরের বর সিলভাকে ঠেকাতে পারেননি। বক্সের বাইরে জিনচেস্কো পড়ে গেলেও রেফারি বাঁশি বাজায়নি। তবে ফাউল মনে হওয়ায় কিছুটা থেমে যায় রিয়াল ডিফেন্ডাররা। সেই সুযোগ লুফে নিয়ে বুলেট গতির শটে বল জালে পাঠান পর্তুগিজ মিডফিল্ডার।

৪-২ গোলে পিছিয়ে পড়ার পর ব্যবধান কমানোটাই লক্ষে পরিণত হয় রিয়ালের। প্রতিপক্ষের ভুলে ৮২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। আগের ম্যাচে দুই পেনাল্টি মিস করলেও এবার আর স্পট কিকে গোল করে ব্যবধান কমাতে ভুল করেননি বেনজেমা। জোড়া গোল আদায় করে চ্যাম্পিয়নস লিগে টানা চতুর্থ ম্যাচে গোল করে ৯ গোল পূর্ণ করেন ফরাসি তারকা।

বাকি সময় রক্ষণদুর্গ সামলে ম্যাচ শেষ করেছে রিয়াল। ম্যাচ হারলেও স্বস্তি এ টুকোই ব্যবধান কেবল এক গোল। পরের ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়ায় সুযোগ রয়েছে ঘুরে দাঁড়ানোর। আগামী ৪ মে ফাইনালে ওঠার লড়াইয়ে আবারও মুখোমুখি হবে দু-দল।