চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

৫ বছর বেতন নেবেন না ক্যামেরন ও তার মন্ত্রীরা

ব্রিটিশ সরকারের মন্ত্রীরা আগামী ৫ বছর কোন বেতন নেবেন না বলে ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। দ্য সানডে টাইমসে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন, সরকারের চলতি মেয়াদে নবগঠিত মন্ত্রিসভা সদস্যদের বেতন জমা রাখা হবে।

জাতীয় অর্থনীতির স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্যামেরন। দেশের ঋণের বোঝা লাঘবেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

ক্যামেরন ও তার মন্ত্রীদের বেতন বাবদ বছরে ৮ লাখ পাউন্ড সাশ্রয় হবে। এভাবে ২০২০ সাল নাগাদ মোট সাশ্রয় হবে ৪০ লাখ পাউন্ড। বর্তমানে ব্রিটিশ মন্ত্রীদের বেতন ১ লাখ ৩৪ হাজার ৫৬৫ পাউন্ড। আর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পান ১ লাখ ৪২ হাজার ৫’শ পাউন্ড ।