চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৫০০ মিলিয়ন টেস্ট কিট বিনামূল্যে দেওয়ার ঘোষণা বাইডেনের

ওমিক্রণ মোকাবেলায় পদক্ষেপ

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঊর্ধ্বগতির মোকাবিলায় নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে: করোনার ঊর্ধ্বগতি মোকাবেলায় বাইডেন এক হাজার সামরিক চিকিৎসককে বেসামরিক কাজে নিয়জিত করার প্রস্তুতি নিয়ে রেখেছেন। যেসকল হাসপাতালে করোনা রোগির চাপ বেশি, সেসকল হাসপাতালে এ সকল চিকিৎসককে দায়িত্ব দেওয়া হবে। দেশে ফেডারেল সরকারগুলোর আওতায় আরও বেশি করোনা পরীক্ষায় বুথ স্থাপন এবং ভ্যাকসিন প্রদানের হার বৃদ্ধি করার পরিকবল্পনা নিয়েছে বাইডেন প্রশাসন।

এ লক্ষ্যে ৫০০ মিলিয়ন র‌্যাপিড টেস্ট কিড কিনে জনগণের জন্য বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

নাম প্রকাশ না করার শর্তে দু’জন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা সোমবার জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চলে করোনা সংক্রমণ সম্প্রতি সময়ে অনেক বেড়ে চলেছে। সামনে আবার বড়দিনের উৎসব রয়েছে। এসব সামনে রেখে বড় পরিকল্পনা রয়েছে সরকারের।

গণমাধ্যমে এমন খবর আসার পর বাইডেন আজ মঙ্গলবার এ ঘোষণা দিলেন।