চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৩৮ তম বিসিএস’র প্রজ্ঞাপন যেকোন দিন

মঙ্গলবার ৩৮ তম বিসিএস’র প্রজ্ঞাপন জারি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। কোন দিন এই প্রজ্ঞাপন জারি করা হবে তা মঙ্গলবারের বৈঠকের পর জানা যাবে বলে পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন।

ড. মোহাম্মদ সাদিক বলেন,  প্রজ্ঞাপন মঙ্গলবারও জারি হতে পারে। তবে প্রজ্ঞাপন জারির তারিখ সম্পর্কে এই বৈঠকে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, উক্ত বৈঠকে ফরম পূরণের তারিখ, প্রশ্নপত্র প্রণয়নসহ উত্তরপত্র মূল্যায়ন ও নানাবিধ বিষয় আলোচনা করা হবে।

৩৮ তম বিসিএস’র মাধ্যমে বিভিন্ন ক্যাডারে শূন্য পদে প্রায় দুই হাজার জনকে নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি জানান, এ বছর থেকে প্রথমবারের মতো ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমেও প্রশ্ন তৈরি করা হবে। সেইসঙ্গে লিখিত পরীক্ষায় মুক্তিযুদ্ধের উপর ৫০ নম্বর থাকবে।

এছাড়া এবছর থেকে ফরম পূরণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর প্রদান বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করবে পিএসসি।