চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

২৭ বছর পর পিতৃভূমি কেনিয়াতে ওবামা

প্রথম আফ্রো-আমেরিকান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২৭ বছর পর পিতৃভূমি কেনিয়াতে পা রাখতে যাচ্ছেন বারাক ওবামা।

সফরকে কেন্দ্র করে কেনিয়ার পথে ঘাটে, স্কুলে-স্কুলে প্রেসিডেন্ট ওবামার ছবি ও নামসহ প্ল্যাকার্ড নিয়ে আনন্দ মিছিল করছে শিশুরা। কেনিয়ায় ওবামাকে দেখা হয় একজন ‘লোকাল হিরো’ হিসেবে।

কেনিয়ান বাবা বারাক ওবামা সিনিয়র ও মার্কিন মা অ্যান ডানহাম দম্পতির ঘরে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া বারাক হুসেইন ওবামা জীবনে প্রথম কেনিয়ায় যান ১৯৮৮ সালে।

এবারের সফরকে ‘প্রতীকিভাবে তাৎপর্যপূর্ণ’ উল্লেখ করে ওবামা অবশ্য বলেছেন, প্রেসিডেন্ট এর চেয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে কেনিয়া ভ্রমণ তার কাছে বেশী স্বাচ্ছন্দ্যপূর্ণ।

বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে যোগ দিতে শুক্রবার দু’ দিনের সফরে কেনিয়া যাচ্ছেন ওবামা।