চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

২৫ বছরে সবচেয়ে বাজে অবস্থানে বার্সা

ভুলে যাওয়া স্মৃতি ফিরে এলো ওয়ান্ডা মেট্রোপলিটানোতে। আরও এক হারে বিপর্যস্ত বার্সেলোনা, এবারের হার ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে, ১-০ গোলে। যে হারে গত ২৫ বছরে সবচেয়ে খারাপ অবস্থানে লিওনেল মেসির বার্সা।

শনিবার রাতের ম্যাচ শেষে বার্সার খাতায় কোনো পয়েন্ট যোগ হয়নি, ৮ ম্যাচে যথারীতি সেই ১১ পয়েন্টই। তাতে টেবিলের দশে নেমে গেছে কাতালানরা। সম্ভাব্য ২৪ পয়েন্টের মধ্যে এরইমধ্যে ১৩ পয়েন্ট হারিয়ে লা লিগা পুনরুদ্ধারের পথ থেকে অনেকদূরে সরে গেছে রোনাল্ড কোম্যানের দল।

লা লিগা শিরোপা জিততে পারবে না বার্সা, এমন একদমই বলা যাবে না। লিগে এখনো ৩০ ম্যাচ বাকি আছে। গা ঝারা দিয়ে উঠতে পারলে ভালোমতই সুযোগ আছে। পরিসংখ্যান বলে পথটা বেশ কঠিন। কারণ ২৫ বছর আগেও ঠিক এরকম বাজে একটা শুরুর পর শিরোপা জেতা হয়নি কাতালানদের।

সবশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে এত বাজেভাবে শুরু হয়েছিল বার্সার, চলতি মৌসুমের মতো সেবারও ৮ ম্যাচে ১১ পয়েন্ট ছিল। এরপর ২০০২-০৩ ও ২০০৩-০৪ মৌসুমে শুরুটা ছিল বাজে। দুবারই তিন জয়, তিন ড্র আর দুই হারে ১২ পয়েন্ট নিয়ে ১৯৯৬ সালের লজ্জা কিছুটা ঢাকতে পেরেছিল দলটি।