চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ

প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়ে গেছে আগেই। এবার টুর্নামেন্ট শুরুর তারিখ চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৪ নভেম্বর শুরু হবে পাঁচ দলের আসর বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। 

প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া বাকি দিনের শুরুর সময় দুপুর দেড়টা ও সন্ধ্যা সাড়ে ছয়টা। প্রতি ম্যাচের আগে একদিন করে বিশ্রাম রাখা হয়েছে খেলোয়াড়দের জন্য।

সব ম্যাচেই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের তারিখ নির্ধারণ করা হয়েছে। রাখা হয়েছে রিজার্ভ ডে। টি-টুয়েন্টি আসরটির ব্যাপ্তি চার সপ্তাহ।

ডাবল লিগ পদ্ধতির আসরে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ খেলার সুযোগ। একেকটি দল অপর চার দলের সঙ্গে দুইবার করে লড়াইয়ে নামবে। প্রতিটি দল দিনে চারটি ও রাতে চারটি করে ম্যাচ পাবে, এমনভাবে সাজানো হয়েছে সূচি।