চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২৯৬ রানে অলআউট বাংলাদেশ

প্রথম সেশনে দুই উইকেট হারানো বাংলাদেশের ইনিংসে হাল ধরেছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তাদের জুটি ভাঙার পর দ্রুতই শেষ হয়ে গেছে প্রতিরোধ। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৯৬ রানে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লিড ১১৩ রানের।

লিটন ৭১ ও মিরাজ ৫৭ রান করেন। তাদের মাঝে সপ্তম উইকেট জুটিতে আসে ১২৬ রান। বাংলাদেশের ইনিংস শেষ হয় তিনশর আগেই। উইন্ডিজ অফস্পিনার রাকিম কর্নওয়াল নিয়েছেন ৫ উইকেট।

১৫৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। জেগেছিল ফলো-অনে পড়ার শঙ্কা। লিটন-মিরাজের প্রতিরোধে বিপদ কাটে টাইগারদের।

মুশফিকুর রহিম ও মো. মিঠুনের প্রতিরোধ ভেঙে মিরপুর টেস্টের তৃতীয় দিনের সকালটা নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। মিঠুনের (১৫) পর সাজঘরে ফিরে যান মুশফিকও (৫৪)।

ওয়েস্ট ইন্ডিজের ৪০৯ রানের জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শের-ই-বাংলা স্টেডিয়ামে আগের দিনের ৪ উইকেটে ১০৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন মিঠুন-মুশফিক।

পঞ্চম উইকেট জুটিতে যোগ হয় ৭১ রান। আগের দিন ৭১ রানে সাজঘরে ফিরেছিলেন চার ব্যাটসম্যান।

দলীয় ১৪২ রানে রাকিম কর্নওয়ালের অফস্পিনে শর্ট লেগে ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে ক্যাচ দেন মিঠুন। টেস্টে ২২তম ফিফটি পাওয়া মুশফিক একই বোলারকে উইকেট দেন দলের রান দেড়শ পার করে।