চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১ মাসে ফিলিস্তিনি আটকের নতুন রেকর্ড

কোনো অভিযোগ ছাড়াই গত এপ্রিলে ইসরায়েল ছয় শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে বলে জানিয়েছে দেশটির অধিকার গোষ্ঠী হামোকেদ। ২০১৬ সালের পর এটা সর্বোচ্চ সংখ্যক আটকের রেকর্ড।

আলজাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, হামোকেদ নিয়মিত কারাগার কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ করে থাকে। স্থানীয় সময় সোমবার তারা জানায়, মে মাস পর্যন্ত ৬০৪ জনকে প্রশাসনিক আটক দেখিয়ে বন্দি রাখা হয়েছিল কারাগারে। যাদের প্রায় সবাই ফিলিস্তিনি, কারণ দেশটিতে ইহুদিদের বিরুদ্ধে প্রশাসনিক আটক খুব কমই হয়ে থাকে।

তথাকথিত এই প্রশাসনিক আটক করা হয় মূলত কোনো ধরনের অভিযোগ ছাড়া ‘গোপন তথ্যের’ ভিত্তিতে এবং তাদেরকে আদালতে নিজেদের সমর্থনের সুযোগও দেয়া হয় না।

আটক ব্যক্তিদের সাধারণত নবায়নযোগ্য ছয় মাসের জন্য কারাগারে রাখা হয়। তবে প্রায়শই সেই মেয়াদ বছরের পর বছর বাড়ানো হয়।

হামোকেদ আরও জানায়, সামরিক আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর বর্তমানে দুই হাজার ৪৪১ জন ফিলিস্তিনি সাজা ভোগ করছেন। আরও এক হাজার ৪৭৮ জনকে আটকের মধ্যে কারো জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কাউকে অভিযুক্ত করা হয়েছে, কেউবা বিচারের অপেক্ষায় রয়েছে বা কারো কারো বর্তমানে বিচার করা হচ্ছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সর্বশেষ আটকের পরিসংখ্যান সম্পর্কে কোনো মন্তব্য করেনি।