চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

১৯তম ‘প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা’য় বিজয়ীদের হাতে পুরস্কার

১৯তম ‘প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা’য় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। সারাদেশ থেকে ৩ হাজার ৭শ’ ৯৬ জন প্রতিযোগী প্রায় ৮ হাজার আচার নিয়ে প্রতিযোগিতা করেছেন।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।

‘আজকের নারী, এগিয়ে চলো’ এই স্লোগানে শুরু হয় এবারের ‘প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা’। প্রতিবছরের মতোই টক, ঝাল, মিষ্টি আচারের পসরা সাজিয়ে এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন আচার শিল্পীরা।

এবারের বর্ষসেরা আচার বিজয়ী নওরীন আহসান। পাশাপাশি চারটি ক্যাটাগরিতেও ১২জনকে পুরস্কার দেয়া হয়েছে।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। প্রাণের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন, প্রাণগ্রুপের চেয়ারম্যান। বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেছেন সবাই।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: