চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

১৬ বছর পর মিললো ৯/১১ হামলায় নিহতের পরিচয়

২০০১ সালে সংঘটিত ৯/১১ হামলার ১৬ বছর পর নিহত আরও একজনের পরিচয় পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

টুইন টাওয়ারে এই হামলায় নিহত দুই হাজার ৭শ ৫৩ জনের মধ্যে সর্বশেষ পরিচয় পাওয়া এই পুরুষ ব্যক্তিটি এক হাজার ৬শ ৪১ তম। এর আগে ২০১৫ সালে সর্বশেষ আরও একজনের পরিচয় সনাক্ত করা হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে নতুন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ২০০১ সালে সংগ্রহ করা ডিএনএ পরীক্ষা করে সর্বশেষ এই ব্যক্তির পরিচয় পাওয়া যায়।

নিউ ইয়র্ক সিটির প্রধান পরীক্ষক চিকিৎসকের অফিস ডিএনএ পরীক্ষা শেষে সোমবার তার পরিচয় সনাক্তের ঘোষণা করে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ এই হামলায় নিহতদের মধ্যে এখনও এক হাজার ১শ ১২ জনের ( মোট নিহতের ৪০ শতাংশ ) পরিচয় পাওয়া যায়নি। মর্মান্তিক ওই ঘটনায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন, আর আহত হন কয়েক হাজার মানুষ।