চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

১৫২ করলেই শিরোপা সাকিবদের

সুনীল নারিনের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েও মিডল অর্ডারের ব্যর্থতায় বরিশালকে বড় লক্ষ্য দিতে পারেনি কুমিল্লা। শিরোপা নির্ধারণী ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে ইমরুল কায়েসের দল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে ১৫২ তুললেই শিরোপা সাকিব আল হাসানের ফরচুন বরিশালের।

শুক্রবার টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। নারিনের ঝড়ো ফিফটিতে শুরুটাও বেশ ভালোই পেয়েছিল কুমিল্লা। ২.৫ ওভারে ৪০ রান তুলে ফেলেন দুই ওপেনার নারিন ও লিটন দাস।

বরিশালের হয়ে প্রথম আঘাত হানেন অধিনায়ক সাকিব আল হাসান। ৪ রানে থাকা লিটনকে বোল্ড করেন। ২১ বলে ফিফটি তুলে নারিন আউট হন মেহেদী হাসান রানার বলে। ৫টি করে চার-ছয়ে ২৩ বলে থামেন ৫৭ করে।

৬৯ রানে ২ উইকেট হারানো কুমিল্লা পরের ১৬ রান তুলতে হারায় ৪ উইকেট। ব্যর্থ হয়েছেন জয়, ফ্যাফ ডু প্লেসিস, ইমরুল কায়েস ও আরিফুল হকরা। চারজনের মধ্যে কেবল ইমরুলই পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কে।

উইকেটের অন্যপ্রান্তে আসা যাওয়ার মিছিল চললেও একপাশ আগলে রাখেন মঈন আলি। সপ্তম উইকেটে আবু হায়দার রনিকে নিয়ে গড়েন ৬৪ রানের জুটি।

শেষ ওভারে রান আউট হওয়ার আগে মঈন করেছেন ৩৮ রান। ২৭ বলে ১৯ রান করে রনি আউট হন শফিকুল ইসলামের বলে।

বরিশালের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শফিকুল ও মুজিব উর রহমান। একটি করে উইকেট পেয়েছেন সাকিব, ব্রাভো ও রানা।