চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হ্যালো ন্যু ক্যাম্প, এই তোমাদের কৌতিনহো

চাইলেই ন্যু ক্যাম্পে সংবাদ মাধ্যমের সামনে এভাবে পরিচয় করিয়ে দেয়া যেত ফিলিপে কৌতিনহোকে। কিন্তু আনুষ্ঠানিক পরিচিতির আগেই খবর চাউর হয়ে যায়, চোটের কারণে তিন সপ্তাহের জন্য ব্রাজিল তারকার মাঠে নামা হচ্ছে না। তাতে কৌতিনহো-বরণ উৎসবে অবশ্য ভাটা পড়েনি। কৌতিনহোও উচ্ছ্বাসটা গোপন করেননি।

সোমবার ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে কোতিনহোকে। বার্সার জার্সি জড়িয়ে খুশি মনে একদিন আগের কথাটাই আবারও বলেছেন, স্বপ্ন পূরণ হয়েছে। আর ধৈর্য্য রেখে লিভারপুলের সঙ্গে একপ্রকার যুদ্ধ করে তাকে ন্যু ক্যাম্পে আনায় ধন্যবাদ জানিয়েছেন বার্সা কর্তাদের।

দীর্ঘ ছয়মাসের রশি টানাটানির পর গত শনিবার কৌতিনহোর ব্যাপারে মতৈক্যে পৌঁছান বার্সা-লিভারপুল কর্তারা। ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বিশ্বের তৃতীয় দামি খেলোয়াড় হয়ে সেদিনই সপরিবারে বার্সেলোনায় পৌঁছান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রোববার লেভান্তের বিপক্ষে ৩-০ গোলে জয়ের মাঠে বা লাউঞ্জে উপস্থিত না থাকলেও স্টেডিয়ামের অভ্যন্তরে বসে খেলা দেখেছেন।

সোমবার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয় কৌতিনহোর। সেখানেই ধরা পড়ে ঊরুতে চোট নিয়েই ইংল্যান্ড থেকে বিমানে চেপেছেন। পরে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের সঙ্গে সেরেছেন আনুষ্ঠানিক চুক্তি।

ন্যু ক্যাম্পে উপস্থিত ৩০০ সাংবাদিকের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয় কৌতিনহোকে। তাদের সামনে জানালেন কতটা খুশি তিনি, ‘স্বপ্ন সত্যি হল। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই; ঈশ্বর, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার সবাইকে।’

‘আমি বার্সেলোনাকেও ধন্যবাদ জানাই। তাদের অনেক ধৈর্য্য!’ যোগ করেন ব্রাজিল তারকা।

নতুন ক্লাবে এসে লিভারপুলকেও ভোলেননি কৌতিনহো। পুরনো ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেও রাখেননি কমতি, ‘আমি লিভারপুলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সেখানে আমি ৫ বছর কাটিয়েছি। আমি লিভারপুল কর্তাদেরও ধন্যবাদ জানাই। কারণ তারা আমার স্বপ্নের মূল্য দিয়েছেন।’

বার্সায় পা দিলেও এখনো মেসির সঙ্গে দেখা হয়নি কৌতিনহোর। জানালেন, দলের প্রধান তারকার সঙ্গে দেখা করতে তর সইছে না, ‘এখনো মেসির সঙ্গে দেখা হয়নি। তার মত এত বড় তারকার সঙ্গে খেলতে পারাটা হবে ভীষণ সম্মানের।’