চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হোল্ডারের মুখোমুখি হতে হচ্ছে না বাংলাদেশকে

বুধবার বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ দলের একাংশ। সেই দলের সঙ্গে থাকার কথা ছিল জেসন হোল্ডারের। কিন্তু ক্যারিবীয় অধিনায়ক আসতে পারছেন না। কাঁধের চোটের কারণে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এ অলরাউন্ডার।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছেন, ‘চিকিৎসকদের প্যানেল মনে করছে বাংলাদেশে বল করলে হোল্ডারের কাঁধের পেশি আরও ক্ষতিগ্রস্ত হবে এবং সেকারণে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তাই ক্রিকেট থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে হবে। জ্যাসনকে বলা হয়েছে, বাংলাদেশে না গিয়ে ফিজিওথেরাপি এবং বার্বাডোজে পুনর্বাসনে থাকতে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

হোল্ডারের অনুপস্থিতিতে ক্যারিবীয়দের সামলাবেন সহ-অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। বুধবার ঢাকায় আসবে দলটির ১০জন। বাকিরা আসবেন বৃহস্পতিবার। ঢাকায় এসেই চট্টগ্রামে চলে যাবে ক্যারিবীয় দল। এমএ আজিজ স্টেডিয়ামে ১৮-১৯ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২২-২৬ নভেম্বর হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মিরপুরে ৩০ নভেম্বর-০৪ ডিসেম্বর।