চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হোটেলেই কাটলো সারাদিন

বাংলাদেশ-ভারত টেস্টের দ্বিতীয় দিন পুরোটা সময় হোটেলেই কাটিয়েছে দু’ দল। সকালের ভারী বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা দুপুরে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সম্ভাব্য পরিণতি আগেই আঁচ করে মাঠমুখো হননি দু’ দলের কেউই।

ভোররাত থেকে বৃষ্টি শুরু হলে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট দল ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রওনা না হয়ে হোটেলেই অবস্থান করে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সারাদিন হোটেল ছেড়ে বের হননি মুশফিকুর রহিম কিংবা বিরাট কোহলিরা।

তবে বাংলাদেশ দলের বোলিং কোচ হিথ স্ট্রিক এবং ফতুল্লায় টেস্ট অভিষিক্ত লিটন কুমার দাসকে কিছুক্ষণের জন্য দেখা গেছে হোটেলের লবিতে।

প্রথমদিন তিন ঘণ্টারও বেশি সময় আর দ্বিতীয় দিন পুরোপুরিই খেলা না হওয়ায় শুক্রবার তৃতীয় দিনের খেলা আধ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। বৃষ্টি বাগড়া না দিলে খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ভারত ২৩৯ রান সংগ্রহ করে।

শিখর ধাওয়ান ১৫০ ও মুরালি বিজয় ৮৯ রান করে অপরাজিত রয়েছেন।