চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হিলারির ই-মেইল হ্যাকের ঘটনা তদন্তে এফবিআই

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের আগে হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকের ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই।

উইকিলিকস ২০১৫’র জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত ডেমোক্র্যাটিক দলের সাত শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ে চালাচালি হওয়া প্রায় ২০ হাজার ই-মেইল ও ৮ হাজার নথি ফাঁস করে।

ই-মেইলগুলোয় বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসের আগে বার্নি স্যান্ডার্স শিবিরের প্রচারকে ‘ক্ষতিগ্রস্ত  করার’ অভিযোগ এসেছে।

এফবিআই জানায়, শুধু একটি দলের জন্য তদন্ত করা হচ্ছে না,  দেশের মধ্যে অনুপ্রবেশ করে যারা সাইবার নিরাপত্তা হুমকির মধ্যে ফেলছে তাদের বিরুদ্ধেও এ তদন্ত করা হচ্ছে।