চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হিজাব বিতর্ক নিয়ে মন্তব্য করলেন জাইরা

ইসলামের টানে মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় ক্যারিয়ারের ইতি টেনেছেন ‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম। এবার তিনি মুখ খুললেন হিজাব বিতর্ক নিয়ে।

ফেসবুকের দীর্ঘ পোস্টে কর্ণাটকের স্কুল-কলেজে হিজাবের উপর জারি প্রতিবন্ধকতার কঠোর সমালোচনা করে ক্ষোভ উগরে দিয়েছেন জাইরা। জাইরা লিখেছেন, ‘হিজাব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি পছন্দ, এই ধারণা একেবারেই অজ্ঞতাপ্রসূত। বেশির ভাগ ক্ষেত্রেই এই ধারণা অজ্ঞতা থেকেই আসে। হিজাব ইসলামে কোন বিকল্প নয়, এটা একটা দায়িত্ব। একজন মহিলা যখন হিজাব পরেন, তখন তিনি সেই দায়িত্ব পালন করেন যা তিনি আল্লাহর থেকে পেয়েছেন।’

নিজের উদাহরণ টেনে জাইরা বলেন, ‘আমি একজন নারী হিসেবে কৃতজ্ঞতা ও বিনম্রতার সাথে হিজাব পরি’

জাইরা আরও লিখেছেন, ‘মুসলিম নারীদের শিক্ষা ও হিজাবের মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলা হচ্ছে। এমন একটি ব্যবস্থা গড়ে তুলে মুসলিম নারীদের প্রতি অবিচার করা হচ্ছে।’

গত বছরের ডিসেম্বর থেকেই সূত্রপাত হয় কর্ণাটকের হিজাব বিতর্ক। যখন হিজাব পরিহিত কিছু মুসলিম মেয়েকে রাজ্যের উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। সেসময় কর্ণাটকের একটি কলেজ চত্বরে হিজাব পরা মুসকান খান নামের এক ছাত্রী হাঁটার সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে ঘিরে ধরে হিজাববিরোধী স্লোগান দিতে থাকার ভিডিও ভাইরাল হয়। আলোচনায় আসেন মুসকান নামক ওই ছাত্রী। চলতি মাসে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ চত্বরে লাঠি চার্জ পর্যন্ত করতে হয়েছে পুলিশকে। আপতত বিষয়টি কর্ণাটক হাইকোর্টে বিচারাধীন।