চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হিজাব বিতর্ককে ‘ভয়ঙ্কর’ বলেছেন মালালা

ভারতের কর্ণাটকে হিজাব বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী এবং নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই। ছাত্রীদের হিজাব পরে স্কুলে যেতে বাধা দেয়াকে ভয়ঙ্কর বলে তিনি উল্লেখ করেন।

বিবিসির জানায়, তিনি হিজাব বিতর্কের এই বিষয়টিকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছেন।

গতকাল মঙ্গলবার মালালা হিজাব বিতর্কে এক টুইট বার্তায় ভারতের নেতাদের মুসলিম নারীদের প্রান্তিকীকরণ বন্ধের আহ্বান জানান।

তার এই টুইট বার্তার পর আন্তর্জাতিক মহলে সকলের মনোযোগ আকর্ষণ করে বিষয়টি।

‘আমাদেরকে শিক্ষা এবং হিজাব দু’টোর মধ্যে একটা বেছে নিতে বাধ্য করা হচ্ছে’ দাবি করা একজন ছাত্রীর উক্তি তুলে ধরেন মালালা।

তিনি আরও বলেন, খোলামেলা কিংবা ঢাকা পোশাক পরিধানের জন্য নারীদের পণ্য হিসেবে বিবেচনা করা এখনো অব্যাহত রয়েছে।

এই হিজাব বিতর্ক ভারতের সংখ্যালঘু মুসলিমদের মধ্যে আরও ভয় এবং ক্ষোভের জন্ম দিচ্ছে। বিতর্ককে কেন্দ্র করে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ এড়াতে কর্ণাটক সরকার স্কুল, কলেজ বন্ধের ঘোষণা করেছে।

নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই নারীদের অধিকার এবং তাদের শিক্ষার বিষয়ে কথা বলতে গিয়ে ২০১২ সালে পাকিস্তানের তালেবানের হামলার শিকার হোন।