চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হার থেকে ‘শিক্ষা’

৩৪১ রান করেও হার। ৪৬ ওভার পর্যন্ত মনেই হয়নি বাংলাদেশ হারতে পারে। এমন একটি ম্যাচ হারার পর বাংলাদেশের বেশ কিছু উপলব্ধি হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ইমরুল কায়েস সেসব কথা জানান।

ইমরুলরা বুঝতে পারছেন ফিল্ডিংয়ে এখনো উন্নতি করতে হবে, ‘ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ। আজকে যেটা আমাদের ভালো হয়নি। কেউ তো মাঠে গা ছাড়া থাকে না।’

ইমরুল মনে করেন ফিল্ডিং নিয়ে আরও কাজ করা দরকার, ‘সবাই চেষ্টা করে। তার পরও ভুল হয়ে যায়। পাকিস্তানের বিপক্ষে সেরকম দু-একটি ভুল হয়েছে। ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। আরও ফিল্ডিং সেশন দরকার আমাদের।’

ইমরুল শুরুতে ভালো ব্যাট করেন। ৬১ রান করে তামিমকে সঙ্গ দেন। দলের হার তিনি সহজে মানতে পারছেন না, ‘এখান থেকে ম্যাচ হারা দুঃখজনক। ম্যাচ আমাদের হাতেই ছিল। সবকিছুই ভালো হচ্ছিলো। একটা সময় আমাদের মনে হয়েছে, ম্যাচ এমনিতেই জিতে যাব। সহজ ক্রিকেটীয় হিসেবে সেটিই হওয়ার কথা ছিল। হলো না।’

বাস্তবতাও মেনে নিচ্ছেন ইমরুল, ‘আজকের দিনটা আমাদের ছিল। আমরা কাজে লাগাতে পারিনি। ওরা আমাদের কাছ থেকে নিজেদের জয় অর্জন করে নিয়েছে।’