চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হার্ডড্রাইভ নষ্টের পূর্ব লক্ষণ

কম্পিউটারে তথ‍্য ধরে রাখার জন‍্য গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ হার্ডড্রাইভ। হার্ডড্রাইভ নষ্টের লক্ষণগুলো জানা থাকলে গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণে রাখা যায়। একই শব্দ বারবার শোনা গেলে বুঝতে হবে হার্ডড্রাইভ প্রায় শেষের পথে। বারবার শব্দ আসার বিষয়টিকে ‘ক্লিক অব ডেথ’ বলা সফটওয়‍্যার বা ফোল্ডার খোলার সময় তুলনামূলক গতি কম হয় কিংবা হ‍্যাং হয় অথবা‘ব্লু স্ক্রিন অব ডেথ’ দেখায় কারণ ছাড়াই ফাইল গায়েব হয়ে যাওয়া বা ফাইল করাপ্ট হয়ে যাওয়া হার্ডড্রাইভ নষ্টের পূর্ব লক্ষণ খুব বেশি ব্যাড সেক্টর দেখায় তবে বুঝতে হবে হার্ডড্রাইভের অবস্থা শোচনীয়।