চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাথুরুসিংহে বা নতুন কোচ, মাশরাফীর চোখ বিশ্বকাপে

কথা ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে থাকবেন চণ্ডিকা হাথুরুসিংহে। সেভাবেই সাজানো ছিল সব পরিকল্পনা। কোচের হঠাৎ পদত্যাগপত্র দেয়ার খবর তাই নাড়াই দিয়েছে টাইগার ক্রিকেটকে। এটি দলের মাঝে ছন্দপতন ঘটাবে কিনা ভাবতে হচ্ছে সেটি নিয়েও। নতুন কোচ এলে নতুন করে মানিয়ে নেয়ার ব্যাপারও থাকছে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও ভাবছেন সেসব নিয়ে।

‘যখন একটা পরিবর্তন আসে তখন যত তাড়াতাড়ি সম্ভব সেটা মেনে নিতে হয়। অবশ্যই গত তিন বছর হাথুরুর অধীনে খেলে তার পরিকল্পনা, দল কেমন হবে, সেসব অনেকটাই মুখস্থ হয়ে গিয়েছিল। তিনি যদি না থাকেন, নতুন কোচ যে আসবেন তার সঙ্গে যত তাড়াতাড়ি মানিয়ে নেওয়া যায় সেটাই হবে ঠিক।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সামনের বছর থেকে ক্রিকেট ক্যালেন্ডারে বাংলাদেশের ব্যস্ত সূচি। নতুন কোচ আসা মাত্রই কীভাবে মানিয়ে নেওয়া যায় সেটিই মাশরাফীর একমাত্র চিন্তা। পরিবর্তনের ব্যাপারটি ইতিবাচক দিকেই টেনে নিতে চান ওয়ানডে অধিনায়ক।

‘২০১৯ বিশ্বকাপ বেশি দূরে নয়। ২০১৮ সালে বিদেশে অনেক দ্বিপক্ষীয় সিরিজ আছে। সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিশ্বকাপের জন্য। একটা পরিবর্তন তো হবেই। পরিবর্তনটা যে নেতিবাচক দিকে যাবে তা নয়। আমাদের চেষ্টা করতে হবে এটা ইতিবাচক দিকে নেওয়ার।’