চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাতিরঝিলে নারীদের বিশেষ ম্যারাথন

তৃতীয়বারের মতো রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বিশেষ ম্যারাথন। যেখানে দেশী-বিদেশী প্রায় তিন শতাধিক নারী অংশগ্রহণ করেন। ৪৬ মিনিটে ১০ কিলোমিটার দৌড় শেষ করে প্রতিযোগীতায় প্রথম হন ফ্রান্সের মেয়ে ক্লাহা ডি-কিরোলামা। ৫১ মিনিট সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের মিরোনা।

সকাল ৭টায় হাতিরঝিলের এফডিসি মোড় থেকে শুরু হয় ম্যারাথন। পুরো হাতিরঝিল প্রদক্ষিণ করে আবার এফডিসি মোড় হয়ে পুলিশ প্লাজা কনকর্ডে গিয়ে দৌড় শেষ করেন প্রতিযোগীরা। ৬৪ জন অংশগ্রহণকারী নির্ধারিত সময়ের মধ্যে ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হন। প্রতিযোগীতায় বিজয়ীরা জানান, নারীরা এখন যোগ্যতা রেখেই ঘরে বাইরে সমান তালে কাজ করছেন।

দেশী নারীদের পাশাপাশি বিদেশী নারীরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন। নারীদের অংশগ্রহণে এমন আয়োজন তাদের উচ্ছসিত করেছে। ম্যারাথনে অংশ নিয়ে নারীরা প্রমাণ করছেন নিজেদের দৃঢ় মানসিকতার। আর সেই সাথে তথাকথিত সামাজিকতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন নারীরা এখন আর পিছিয়ে নেই।

সমাজের সকল ক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরী করতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।

প্রতিযোগীতা শেষে বিজয়ী প্রথম ৩জনকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-