চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাওরাঞ্চলের কৃষকদের খাদ্য সংকট মেটানোর চেষ্টা

পানির নীচে পচে যাওয়া ধান তুলে নিজের এবং গবাদিপশুর খাদ্য সংকট মেটানোর চেষ্টায় আছেন হাওর অঞ্চলের কৃষক। কোথাও ডুব সাঁতার আবার কোথাও দেশীয় নোঙর প্রযুক্তি দিয়েই এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

মার্চের শেষ দিকে অতিবৃষ্টি এবং পাহাড়ী ঢলে যখন একের পর এক হাওর ডুবে যেতে থাকে তখন কৃষকের সারাবছরের একমাত্র অবলম্বন বোরোধানে থোড় আসছে মাত্র।

পানির নীচে থেকেই সেই ধান কোথাও পচে নষ্ট হয়েছে, আবার কোনো কোনো হাওরে তা পূর্ণ ধানে পরিণত হয়েছে। তবে, অতিরিক্ত স্রোতে মাটি থেকে ধান উঠে গভীর পানিতে গিয়ে এক জায়গায় জমা হয়েছে। সেটা উদ্ধারের চেষ্টা ব্যস্ত হাওরের কৃষকরা।

হাজার হাজার মণ ধানের জায়গায় সারাদিনে ডুবসাঁতার কিংবা নোঙর দিয়ে এখন কৃষক পাচ্ছেন ৫ থেকে ১০ কেজি ধান। তবুও চেষ্টা পেটের ক্ষুধা মেটানোর।

হাওর অঞ্চলের কোথাও বিকল্প কাজ না থাকা এবং সরকারি সাহায্য চাহিদার তুলনায় সামান্য হওয়ায় কৃষকের এই চেষ্টা নিজের প্রতিই যেনো নিজের সম্মান।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: