চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হলিউড থেকে মেরিলিন মনরোর ভাস্কর্য চুরি

হলিউডের ওয়াক অব ফেম-এর ‘গাজেবো’ থেকে চুরি হয়েছে মেরিলিন মনরোর ভাস্কর্য। সোমবার ভোর রাতে প্রায় দুই তলার সমান উচ্চতায় বেয়ে উঠে মনরোর ভাস্কর্যটি চুরি করে নিয়েছে চোর।

স্থানীয়রা ‘গাজেবো’তে একজনকে বেয়ে উঠতে দেখেছিলেন। লস আঞ্জেলসের পুলিশ জানিয়েছে ‘গাজেবো’ থেকে আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। এটি উদ্ধারে এখন কাজ করছে আমেরিকার গোয়েন্দা সংস্থা ও ফরেনসিক বিশেষজ্ঞরা।

হলিউডের বিখ্যাত নায়িকাদের প্রতি উৎসর্গ করা স্মারক কাঠামোর ‘গাজেবো’র চারটি পিলার ডোলোরেস ডেল রিও, ডোরাথি ডান্ড্রিজ, ম্য ওয়েস্ট এবং অনা মে ওয়াং। মনরোর ব্রোঞ্জ রঙ-এর ভাস্কর্যটি রাখা ছিল পুরো কাঠামোর একদম উপরে। মনরোর ১৯৫৫ সালের সিনেমা ‘দ্য সেভেন ইয়ার ইচ’ এর বিখ্যাত ‘পোজ’ জামা ওড়ার আদলে তৈরি ছিল ভাস্কর্যটি।

হলিউডের ওয়াক অব ফেম এর প্রধান একটি আকর্ষণ ‘গাজেবো’। পর্যটকরা সেখানে গেলেই ‘গাজেবো’র সামনে দাঁড়িয়ে ছবি তুলেন। ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল ১৯৯৪ সালে। -ফক্স নিউজ