চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হংকংয়ে টাইফুন হাতোর আঘাত

এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ে আঘাত হেনেছে ভয়াবহ টাইফুন হাতো।

দশ নম্বর বিপদ সংকেতের টাইফুন হাতোর ১শ’ ৯০ কিলোমিটার গতির আঘাতে লন্ডভন্ড হয়ে পড়েছে হংকংয়ের জীবন যাত্রা। বাতিল হয়েছে পাঁচশো’র মতো ফ্লাইট।  স্কুল-কলেজ বন্ধ থাকার পাশাপাশি বন্ধ রয়েছে স্টক এক্সচেঞ্জ।

বাতাস এবং বৃষ্টির তোড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি উপড়ে পড়েছে গাছপালা। ম্যাকাউ দ্বীপে ৩ জনের মৃত্যু ঘটেছে, আহত হয়েছে ৩৪ জন।

২০১২ সালের পর টাইফুন হাতোই সবচেয়ে বড় মাপের ঘূর্ণিঝড়। উপকূলের কাছাকাছি বাঁধের উপর জলোচ্ছ্বাসের তোড়ে সাগরমুখী বহু ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত এবং বহু গাড়ি ভেসে গেছে। ঝড়ে বিদ্যুৎ, মোবাইল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। একইসঙ্গে চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে ভূমিধসের ঘটনা ঘটেছে।