চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হংকংয়ে গণতন্ত্রপন্থীদের গণ-গ্রেপ্তার

বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন

বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে হংকংয়ে গণতন্ত্রপন্থীদের গণ-গ্রেপ্তারের  অভিযোগ উঠেছে।

গণতন্ত্রপন্থীদের বরাত দিয়ে বিবিসি বলছে, নতুন নিরাপত্ত আইনের অধীনে প্রায় ৫০ জন আইন প্রণেতা ও নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

হংকংয়ের ডেমোক্র্যাটিক পার্টির ফেসবুক পেজে বলা হয়, গ্রেপ্তারকৃতরা আইনসভা নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে প্রাথমিক নির্বাচনের সঙ্গে জড়িত ছিলেন।

গত বছর হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দেয় চীন। এই আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

কঠোর সমালোচনা ও বিরোধিতা উপেক্ষা করে হংকংয়ের জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন পাস করে চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স অব কংগ্রেসের সংসদীয় কমিটি।

শুরু থেকেই এই আইনের তীব্র বিরোধিতা করেছে হংকংয়ের গণতন্ত্রপন্থীরা। তারা বলছেন, এই আইন হংকংয়ের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার ঘোরবিরোধী।

হংকং চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। আগে অঞ্চলটি যুক্তরাজ্যের একটি উপনিবেশ ছিল। ১৯৯৭ সালে চুক্তি অনুসারে হংকংকে চীনের হাতে তুলে দেওয়া হয়।