চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্রোতের তীব্রতায় বসানো যায়নি পদ্মাসেতুর ৩২তম স্প্যান

রাসেল মাহমুদ: আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকলে আজ শনিবার পদ্মাসেতুর ৩২তম স্প্যান বসানোর কথা থাকলেও নদীতে স্রোতের তীব্রতায় বসানো যায়নি পদ্মাসেতুর ৩২তম স্প্যানটি।

স্প্যানটি সেতুর মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারের ওপর বসানোর কথা।

এ বিষয়ে পদ্মা সেতুর বিশ্বস্ত প্রকৌশল সূত্রে জানা যায় যে আজ সকাল থেকে সেতু কর্তৃপক্ষ স্প্যানটি বসানোর চেষ্টা করে ও স্রোতের তীব্রতার কারনে তা আর হয়ে ওঠেনি।

স্প্যানটি বর্তমানে ৪ ও ৫ পিলারের কাছে নোঙ্গর করা আছে। আগামিকাল সকালে আবার স্প্যানটি বসানো শুরু হবে জানান তারা।

৩২তম স্প্যানটি বসলে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৮০০ মিটার অর্থাৎ প্রায় পাঁচ কিলোমিটার।

গতকাল শুক্রবার ৯ অক্টোবর সন্ধ্যায় পদ্মাসেতু কর্তৃপক্ষ জানায় সব কিছু ঠিকঠাক থাকলে আজ ১০ অক্টোবর একদিনের মধ্যেই স্প্যানটি বসানোর কথা ছিল। ৩১তম স্প্যান বসানোর ৪ মাস পর বসতে যাচ্ছে এ স্প্যানটি।

পদ্মাসেতুর প্রকৌশল সূত্র আরো জানিয়েছে, করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্প্যান বসানোর কার্যক্রমে ধীরগতি দেখা দেয়। বর্তমানে পদ্মা নদীতে পানির গভীরতা অনুকূলে আসায় প্রকৌশলীরা স্প্যান বসানোর কাজে গতি আনার পরিকল্পনা করছেন।