চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ফোরের তথ্য ফাঁস

উন্মুক্তের আগেই ফাঁস হয়ে গেল স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস৪-এর স্পেসিফিকেশন। স্যাম মোবাইলের প্রতিবেদনে জানানো হয়েছে, বার্লিনে সেপ্টেম্বর মাসে এই ট্যাবলেট উন্মুক্ত করবে স্যামসাং। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এক সার্টিফিকেশান ওয়েবসাইটে এই ট্যাবলেট দেখা গিয়েছিল।

স্যাম মোবাইলে ফাঁস হওয়া গ্যালাক্সি ট্যাব এস৪-এর স্পেসিফিকশান দেখে নেওয়া যাক।

নতুন ট্যাব এস৪ অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম চলবে। এতে থাকবে ১০ দশমিক ৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ১৬ঃ৯ অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের রেজোলিউশন ২৫৬০x১৬০০ পিক্সেল। গ্যালাক্সি ট্যাব এস৪-এ স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট ব্যবহৃত হয়েছে, সঙ্গে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন বিল্ট স্টোরেজ।

ছবি তোলার জন্য ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। এর সঙ্গেই সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ব্যাকআপের জন্য থাকবে ৭ হাজার ৩০০ এমএএইচ ব্যাটারি।