চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্যান্ডউইচের জন্য লকডাউনে ১৩০ কিমি পথ হেলিকপ্টারে উড়াল

প্রিয় খাবার স্যান্ডউইচের জন্য লকডাউনের ভেতর ১৩০ কিলোমিটার উড়ে খাবারটি সংগ্রহ করেছে এক ইংলিশ নাগরিক।

সম্প্রতি ব্রিটিশ ও ভারতীয় গণমাধ্যমগুলোতে ফলাও করে নিউজটি প্রচার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও ভিডিওটি ভাইরাল হয়েছে। যুক্তরাষ্ট্রের চিপিংফার্মশপ নামের একটি অর্গানিক খাবারের প্রতিষ্ঠান ভিডিওটি শেয়ার করেছে।

ইতিমধ্যে ভিডিওটি প্রায় চার হাজার ভিউ হয়েছে এবং কমপক্ষে দুই’শ জন কমেন্ট করেছে।

জানা যায়, চিপিংফার্মশপ যুক্তরাষ্ট্রের অর্গানিক খাবার প্রস্তুতের একটি প্রতিষ্ঠান। তাদের খাবারের গুণগত মান সব সময়ই গ্রাহকদের আকৃষ্ট করে। তাই গ্রাহকরা তাদের প্রিয় খাবারটি সংগ্রহের জন্য বেকারি প্রতিষ্ঠানটিতে আসে।

ভিডিওটিতে দেখা যায়, এক গ্রাহক হেলিকপ্টারে, খানিকক্ষণ বাদে বেকারির একজন স্টাফ একটা প্যাকেটে খাবার নিয়ে আসে। পরে হেলিকপ্টারে থাকা ব্যক্তিটি খাবারটি নিয়ে হেলিকপ্টার ঘুরিয়ে চলে যায়।

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকের হেলিকপ্টার ভ্রমণ কোভিড বিধিনিষেধের সম্ভাব্য লঙ্ঘন হতে পারে এবং বিষয়টি যথাযথভাবে তদন্ত করা হবে।

এর কিছুদিন আগেও গণমাধ্যমগুলোতে নিউজ হয়েছিল লকডাউনে ১০০ কিলোমিটার ড্রাইভ করে ম্যাকডোনাল্ডের বার্গার সংগ্রহ করলেন এক নারী।