চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘করোনা মারাত্মক নয়, আমরা নিরাপদ’

বললেন স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাস মোকাবিলায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা এতোটা মারাত্মক নয়। আমরা নিরাপদ আছি। কেননা ইবোলা-সার্স ভাইরাসের বিরুদ্ধেও আমরা লড়াই করেছি।  

সোমবার সচিবালয়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ভাইরাস নিয়ে আমাদের মধ্যে আতঙ্ক আছে এটা ঠিক। তবে এতোটা মারাত্মক নয়। যতোটা না ইবোলা এবং সার্স ছিল। করোনা হয়তো খুব বেশি ছোঁয়াচে কিন্তু মৃত্যুর হার খুবই কম।’

‘‘২ থেকে ৩ শতাংশ, কিন্তু ইবোলায় মৃত্যুর হার ৯০ শতাংশের ওপর। সেই হিসাবে আমরা অনেকে নিরাপদ আছি। আমরা আশা করবো করোনা নিয়ে যেন কোনো গুজব ছড়ানো না হয়।’’

তিনি আরও বলেন, ‘গুজব যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা আশা করি, আপনারা সবাই যত্নশীল হবেন। দেশের বিষয়ে একটা মুহূর্তে এখন সবার সহযোগিতা দরকার। আমাদের দেশের সবার আন্তরিকতা আছে, আবার কিছু দুর্বলতাও আছে।’

সামাজিক অনুষ্ঠান বা জনসমাগম হয় এমন সব জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক নিয়মেই চলবে।’

যারা করোনা প্রবণ দেশগুলো থেকে বাংলাদেশে আসবেন, তাদেরকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বের যেসব দুর্যোগপূর্ণ এলাকা থেকে যেসব মানুষ আসবে তাদেরকে আমরা বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা করবো। প্রয়োজন হলে কোয়ারেন্টাইনে রাখা হবে। পাশাপাশি সারাদেশে সরকারের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।’

তিনি জানান, করোনায় মোকাবিলায় দেশেরে প্রতিটি জেলা সদরে ১০০টি করে বেড সংরক্ষণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনা সতর্কতায় এরই মধ্যে চীন, সাউথ কোরিয়া, ইতালি ও ইরানের নাগরিকদের জন্য অন- অ্যারাইভাল ভিসা বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনে আরও দেশকে এর আওতায় আনা হবে বলেও জানান জাহিদ মালেক।

গতকাল রোববার বাংলাদেশে প্রথমবারের মতো তিনজন করোনা ভাইরাসে আক্রান্তের কথা নিশ্চিত করে আইইডিসিআর।