চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্বাস্থ্যবিধি মেনে ড. আনিসুজ্জামানের দাফন সম্পন্ন

করোনা পজিটিভ হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে সদ্য প্রয়াত অধ্যাপক ড. আনিসুজ্জামানের দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় আজিমপুর কবরস্থানে পিতা আবু তাহের মোহাম্মদ মোয়াজ্জেমের কবরে তাকে দাফন করা হয়।

মৃত্যুর পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসায় অন্যান্য কর্মসূচি বাতিল করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন  মারা যান জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মৃত্যুর পর ড. আনিসুজ্জামানের মরদেহ রাতে সিএমএইচে হিমঘরে রাখা হয়। বিকেলেই জাতীয় এই অধ্যাপকের শরীর থেকে কোভিড-১৯ পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়। রাত ১১ টার পর তার মরদেহে করোনাভাইরাস পজিটিভ ফলাফল পাওয়া যায়।

এরআগে অধ্যাপক আনিসুজ্জামানের দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটায় করোনারি কেয়ার ইউনিট থেকে ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।

গত ২৭ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়। হার্টের সমস্যার পাশাপাশি ৮৩ বছরের এই অধ্যাপক কিডনি, ফুসফুস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন।