চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্বাধীনতা যে কত বড় জিনিস, যে হারিয়েছে তাকে ছাড়া বোঝানো যাবে না: সুলতান মাহমুদ 

স্বাধীনতা পদকপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ বীর উত্তম বলেছেন, আমরা কেউই মেডেল (পদক) নেয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি। একজন মানুষের জন্য স্বাধীনতা যে কত বড় জিনিস, যে তা হারিয়েছে তাকে ছাড়া বোঝানো যাবে না।

রোববার স্বাধীনতা পদক গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ বীর উত্তম এ বছর অন্যান্যদের সঙ্গে স্বাধীনতা পদক পেয়েছেন।এই মুক্তিযোদ্ধা বলেন: যে সকল ভাই-বোনরা চলে গেছেন, শহীদ হয়েছেন, অনেকে অজ্ঞাত, তারাও দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন। তাদের এখনো আমরা খুঁজে বের করতে পারিনি। এ খুশির ভেতরেও যদি আমরা তাদের ধীরে ধীরে খুঁজে বের করতে পারি।

এ বছর দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ ১৮ জন দেশ বরেণ্য।

রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের মাঝে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।