চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘স্বাধীনতা পদক বাতিল ও মাজার সরিয়ে জিয়াকে ছোট করা যাবে না’

সরকার মুক্তিযুদ্ধের মূল
চেতনা থেকে সরে যাচ্ছে
বলে অভিযোগ করেছে বিএনপি। দলের
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর বলেছেন, বীরউত্তম জিয়ার স্বাধীনতা পদক
বাতিল বা মাজার সরিয়ে
নিয়ে তাকে কোনভাবেই ছোট
করা যাবে না, বরং
সরকারই এতে ছোট হবে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৩৮তম
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে
শ্রদ্ধা নিবেদন করেন মহিলা
দলের নেতা-কর্মীরা।
বিএনপি’র মহাসচিব এতে
শরিক হন।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া
পর্ব শেষে সাংবাদিকদের সঙ্গে
কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এই
গণবিরোধী সরকার মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে যাওয়া সরকার। স্বাধীনতার ঘোষক শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা বীরউত্তম। আর তার স্বাধীনতা
পদক সরিয়ে নিয়েছেন তারা। এবং গতকালও একজন মন্ত্রী হুমকি দিয়েছেন এই মাজার তারা সরিয়ে
নিবেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং স্পষ্টভাবে জানাতে চাই জিয়াউর
রহমানের পদক সরিয়ে ও মাজার সরিয়ে তাকে ছোট করা যাবে না। কারণ এই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের
১৬ কোটি মানুষের হৃদয়ে অবস্থান করেন। সুতরাং আমরা মনে করি এই ধরনের কার্যকলাপ এই  ধরনের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত তাদেরকেই ছোট করবে।
এবং জনগণ থেকে আরো বিচ্ছিন্ন করবে।

সরকার সর্বশক্তি নিয়োগ
করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে
বলে অভিযোগ করেন বিএনপির
মহাসচিব। বলেন,
বর্তমান সরকার একটা স্বৈরাচারী ফ্যাসিবাদি সরকার। যারা জনগণের ওপর নিপীড়ন চালাচ্ছে
তাই তারা রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে। আমরা চেষ্টা করছি জনগণকে সম্পৃক্ত করে তা প্রতিরোধ
করার জন্য।   

তারেক রহমানের নবম
কারামুক্তি দিবসকে ঘিরে জাতীয়
প্রেসক্লাবে আলোচনা সভা আয়োজন
করে জাতীয়তাবাদী কৃষক দল।
বেগম খালেদা জিয়া এবং
তারেক রহমানের নামে সকল মামলা
প্রত্যাহারের দাবি জানান বক্তারা।