চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

রাত পোহালেই স্বাধীনতা দিবস। বাঙালি জাতীর মাথা তুলে দাঁড়ানোর দিন। প্রতিবছর নানা আয়োজনে গৌরবময় এই দিনটি উদযাপন করে চ্যানেল আই। বর্তমান করোনা পরিস্থিতির কারণে বড় পরিসরে কোনো আয়োজন না থাকলেও দিনভর চ্যানেলটি বিশেষ কিছু অনুষ্ঠান প্রচার করবে।

এরমধ্যে সাড়ে সকাল ৭টায় দেখানো হবে সরাসরি অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। এরপর পৌনে দশটায় প্রচার হবে জনপ্রিয় অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব।

এছাড়া দুপুর দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে তারকাকথনের বিশেষ পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধের ছবি ‘গেরিলা’। জয়া আহসান ও ফেরদৌস অভিনীত ছবিটি পরিচালনা করেছেন নাসিরউদ্দিন উইসুফ।

রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে মুক্তিযুদ্ধের বিশেষ নাটক ‘আধাঁরে আভা’। রচনা নাহিদুল ইসলাম ও নূর ইমরান মিঠু। নাটকটি পরিচালনা করেছেন ‘কমলা রকেট’ খ্যাত পরিচালক নূর ইমরান মিঠু।