চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশে স্বর্ণের দাম বাড়ল

বিশ্ববাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়: নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৩ হাজার ২৬৫ টাকা। আগের দামের সঙ্গে এই বাড়তি মূল্য যুক্ত হলে ভরির দাম দাঁড়ায় ৭৮ হাজার ২৬৫ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) থেকেই নতুন এই দাম কার্যকর করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৩ হাজার ৯১ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৭৬৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬৪ হাজার ১৫২ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৩ হাজার ৪২১ টাকা।

বাজুস সভাপতি  এবং সাধারণ সম্পাদকলা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা চলছে। আন্তর্জাতিকভাবে দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশেও নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।