চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমাবেশ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা না করায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে। স্কেলের দাবিতে কেন্দ্রীয়ভাবে সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮হাজার ২৫০ টাকা মূল বেতন ধরে সোমবার সরকারি কর্মচারিদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে মন্ত্রিসভা। ওই বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি দাওয়ার প্রতিফলন না ঘটায় এবং তাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

ওই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় সমাবেশ। 

স্বতন্ত্র বেতন স্কেল বিষয়ে ব্যাখ্যা দেন শিক্ষক নেতারা। সমাবেশের পর শোভাযাত্রা বের হয়, যা শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।