চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্ত্রী-পুত্র-কন্যা খুনে আলমগীর হোসেনের মৃত্যুদণ্ড বহাল

স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানকে হত্যায় পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. আলমগীর হোসেনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

এই মামলার ডেথ রেফারেন্স শুনানি শেষে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। তার সাথে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস, শবনম মুশতারী ও তারিকুল ইসলাম হীরা। আর আসামি পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানকে হত্যায় পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. আলমগীর হোসেনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। এরপর সে মৃত্যুদণ্ড অনুমোদনে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।