চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন শশী থারুর

পুলিশের চার্জশীট

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় ভারতের কংগ্রেস দলীয় সংসদ সাংসদ ও সাবেক কূটনীতিক শশী থারুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

তার স্ত্রী সুনন্দা পুস্করের মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে বিবেচিত করা হলেও পরে পুলিশ জানায়, ঘটনাটিকে তারা হত্যা হিসেবে ধরে নিয়েই তদন্ত করছে। তবে তখনও কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি তারা।

বিবাহিত নারীর প্রতি সহিংসতার মাধ্যমে তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয় শশী থারুরের বিরুদ্ধে।

অভিযোগ গঠনের বিষয় জানার পর শশী থারুর টুইটারে লিখেন, ভ্রান্ত এই অভিযোগ দায়ের এবং সবলে সেটাকে স্থায়ী করার বিষয়টি নিয়ে আমি ভাবছি। যারাই সুনন্দাকে চিনতো তারা কেউ বিশ্বাস করে না সে আত্মহত্যা করতে পারে, বিশেষ করে শুধুমাত্র আমার প্ররোচনায়।

‘যদি চার বছরের তদন্ত শেষে এই ফলাফল আসে তাহলে দিল্লি পুলিশের পদ্ধতি ও প্রেরণা নিয়ে ভালো মন্তব্য আসেনা। ২০১৭ সালের অক্টোবরে দিল্লি হাইকোর্টে আইন কর্মকর্তা মন্তব্য করেন, তারা কারো বিরুদ্ধে কিছু পাননি। আর ৬ মাস পরে এসে তারা বলছেন, আমি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছি। অবিশ্বাস্য!’

২০১৪ সালের ১৭ই জানুয়ারি একটি পাঁচতারা হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয় সুনন্দা পুস্করের মৃতদেহ।

তার আগেই জনসমক্ষে স্বামী শশী থারুরের বিরুদ্ধে পাকিস্তানি এক সাংবাদিকের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তোলেন তিনি।