চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো কারণ এখনো ঘটেনি: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো দেশে এখনো কোনো কারণ ঘটেনি মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  বলেছেন, যদি কখনো এমন অবস্থা দেখা যায় যে, স্থানীয় পর্যায়ে করোনা সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রয়োজনবোধে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেব।

রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘স্থানীয় পর্যায়ে কোনো সংক্রমণ নেই। আমরা বিদেশ থেকে রোগী আসা বন্ধ করার চেষ্টা করছি। সংক্রমণ বয়ে নিয়ে আসা বন্ধে ব্যবস্থা নিচ্ছি।  সমস্ত জায়গায় খুব ভালো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

‘‘স্থলবন্দর বন্ধ, বিমানবন্দরও ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা বাইরে থেকে আসছে তাদেরকে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। বাইরে থেকে আসাদের মাধ্যমে আশা করি সংক্রমণ ঘটবে না।’’

তিনি বলেন, ‘অনেকে কিছুটা আতঙ্কিত হচ্ছেন। সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। আমরা সবাই সকল পযায়ে সতর্ক হই, যেন কোনোভাবে করোনা ভাইরাস না আসে এবং না ছড়ায়, আমরা সতর্কতা অবলম্বন করি, এই ব্যাপারে সবার সচেষ্ট হতে হবে।’

করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে চারদিকে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৫০টি দেশের জনগণ। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬ হাজারে দাঁড়িয়েছে।

বাংলাদেশেও এরই মধ্যে করোনায় আক্রান্ত ৫ জনকে পাওয়া গেছে। তাদের মধ্যে প্রথম দফায় আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন অনেকটা সুস্থ বলে ঘোষণা করা হয়েছে। শনিবার আরও দু’জন বিদেশ ফেরতকে করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।