চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্কুল পর্যায়ে ফাইজারের ভ্যাকসিন প্রদান শুরু চলতি সপ্তাহেই

স্কুল পর্যায়ে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান এই সপ্তাহেই শুরু হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরে সারভাইভার কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম একথা জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রথম পর্যায়ে ৫০-১০০ জন শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়া হবে। এর পরই সারাদেশের ২১টি জেলায় যেখানে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের সুযোগ আছে, এমন সব কেন্দ্রে চলবে স্কুল শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন প্রদান।

ভ্যাকসিন প্রদান কেন্দ্র হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারকেও স্বাস্থ্য অধিদপ্তর বিবেচনায় রেখেছে বলে জানান তিনি।

গত ১০ অক্টোবর স্কুলপর্যায়ে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ফাইজার ও মর্ডানার তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।