চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্কিন-টাইট জিন্স স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়

চিকিৎসকরা বলেছেন, স্কিন-টাইট জিন্স প্যান্ট শরীরের জন্য ক্ষতিকর। কারণ এটি পেশি এবং স্নায়ুর মারাত্বক ক্ষতি করতে পারে। ‘জার্নাল অব নিউরোলজি, নিউরোসার্জারি এবং সাইকিয়াট্রি’তে চিকৎসকরা বলেছেন, দীর্ঘদিন স্কিন-টাইট জিন্স পরলে পায়ে কমপার্টমেন্ট সিনড্রম নামের এক ধরণের রোগের জন্ম হয়।

অস্ট্রেলিয়ার রয়াল অ্যাডেলেইড হসপিটালে চিকিৎসা নেয়া এক নারীর অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে বিবিসির একটি প্রতিবেদনে। ওই নারী স্কিন জিন্সে অভ্যস্ত ছিলেন। একদিন কাজ করতে করতেই হঠাৎ পায়ে কোনো ধরনের সেন্স পাচ্ছিলেন না তিনি। দাঁড়িয়ে না থাকতে পেরে তিনি মাটিতে পড়ে যান। ডাক্তারের কাছে গেলে তারা বলেন, দীর্ঘদিন টাইট জিন্স পরার ফলে তার হাঁটু থেকে পায়ের কনুই পর্যন্ত অংশটুকুর পেশি এবং স্নায়ু মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পায়ের পেশির মধ্যে চাপের ফলে ইন্টার্নাল ব্লিডিংয়ের কারণে দুই পা অনুভূতিশূণ্য হয়ে পড়ে।

ডাক্তাররা তাই পরামর্শ দিচ্ছেন, স্কিন-টাইট জিন্স কম পরাই ভালো।