চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্করসিসকে নিয়ে মন্তব্য করে সমালোচিত জেমস, ভুল ভাঙালেন টুইটে

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেমস গান বলেছেন, ‘মার্টিন স্করসিস মার্ভেল সিনেমার বিরুদ্ধে কথা বলেছেন দ্য আইরিশম্যান-এর প্রচারণার জন্য’। মন্তব্যটি নিয়ে সমালোচনা হওয়ায় টুইটারে টুইট করে বিষয়টি ব্যাখ্যা করেছেন জেমস গান।

২০১৯ সালে ‘এমপায়ার’-এ দেয়া সাক্ষাৎকারে মার্টিন স্করসিস বলেছিলেন, ‘আমি মার্ভেলের মুভিগুলো দেখি না। আমি চেষ্টা করেছি। কিন্তু সেগুলো সিনেমা না। সত্যি, এগুলোকে আমার কাছে যা মনে হয়েছে, তা হলো থিম পার্ক। সিনেমাতে মানুষ আবেগ, মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোকে খুঁজে নিতে পারে, এগুলোতে তা নেই’।

পরে বিতর্কের মুখে নিজের মন্তব্য কিছুটা পরিবর্তন করে নিউ ইয়র্ক টাইমসে নির্মাতা বলেছিলেন, ‘মেধাবী শিল্পী ও নির্মাতারা অনেক সিনেমার ফ্র্যাঞ্চাইজি নির্মাণ করেন। পর্দায় সেগুলো দেখা যায়। এই ছবিগুলো আমাকে টানে না। আমার স্বাদ এরকম নয়। তবে আমি জানি আমার বয়স যদি কম হতো, তাহলে হয়তো ভালো লাগতো। আমিও হয়তো এরকম সিনেমা নির্মাণ করতে চাইতাম।’

সম্প্রতি ‘দ্য সুইসাইড স্কোয়াড’ নির্মাতা জেমস গানের কাছে স্করসিসের ওই মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। জেমস গান বলেছেন, ‘স্করসিস এই মন্তব্য করেছেন আইরিশম্যানের প্রচারণার জন্য। মার্ভেলের সম্পর্কে এরকম মন্তব্য করার কোনো কারণ নেই, সিনেমার প্রচারণার জন্য সংবাদের শিরোনামের আসতে চাওয়া ছাড়া। তিনি মার্ভেলের সিনেমার ছায়ায় ছবি নির্মাণ করেন। তার ছবি যথেষ্ট মনোযোগ না পাওয়ায় তিনি এই পন্থা অবলম্বন করেছেন।’

জেমস গানের এমন মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন। সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হওয়ায় বিষয়টি ব্যখ্যা করে একটি টুইট করেছেন নির্মাতা। লিখেছেন, ‘মার্টিন স্করসিস আমেরিকার সেরা নির্মাতাদের একজন। তার সিনেমা দেখতে এবং সেগুলো সম্পর্কে জানতে ভালোবাসি এবং ভালোবাসবো। তবে তার সঙ্গে একটি পয়েন্টে আমি এক মত নই। আর তা হলো, “মার্ভেলের সিনেমা কোনো সিনেমা নয়”।

আজ মুক্তি পেয়েছে জেমস গানের ‘দ্য সুইসাইড স্কোয়াড।’ পাঁচ বছর আগে মুক্তি পাওয়া ‘সুইসাইড স্কোয়াড’-এর সিকুয়েল এটি। ছবিটি দর্শক সমালোচক মহলে প্রশংসা পাচ্ছে। ছবিতে অভিনয় করেছেন মারগট রবি, ইদ্রিস এলবা, সিলভেস্টার স্ট্যালোন, ভায়োলা ডেভিস ও রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া জন সিনা।