চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্করসিস, ডি নিরোর সঙ্গে দেখা হয়েছিল অভয়ের

হলিউডের প্রথম সারির নির্মাতাদের প্রসঙ্গ উঠলেই নাম আসে মার্টিন স্করসিস ও রবার্ট ডি নিরোর। তাদের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল বলিউড অভিনেতা অভয় দেওলের। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানালেন তিনি।

অভয় দেওলের ছবি ‘রোড, মুভি’ দেখানো হয়েছিল ত্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে। ইনস্টাগ্রামে সেই সিনেমার কয়েকটি দৃশ্যের ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। লিখেছেন, “‘রোড, মুভি’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। ত্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল সিনেমাটি। সেখানে মার্টিন স্করসিস ও রবার্ট ডি নিরোর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল! রাজস্থানের প্রচণ্ড গরমে শুটিং করা সার্থক।”

অভিনেতা আরও লিখেছেন, ‘এই সিনেমাটি ভারতের সিনেমার ইতিহাসে শিল্প হয়ে থাকবে। মজার ব্যাপার হলো এই ছবিতে এক সংকীর্ণ রাস্তায় পঞ্চাশের দশকের ট্রাক চালিয়ে ইউটার্ন নিতে হয়েছিল। মনে আছে? আপনাদেরও চেষ্টা করা উচিত! পরিচালনা করেছিলেন দেব বেনেগাল।’

ছবির মূল চরিত্রের নাম বিষ্ণু। এক তরুণের গল্প, যে তার জীবনের একঘেয়েমি থেকে পালাতে চায়। কইমই