চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সৌরভের প্রশংসা করায় কোহলির সমালোচনায় গাভাস্কার

ক্রিকেটারদের মানসিকতাই বদলে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী- সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধানকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছেন বিরাট কোহলি। ভারতের বর্তমান অধিনায়কের এমন কথা আবার পছন্দ হয়নি আরেক সাবেক সুনীল গাভাস্কারের। টিভি অনুষ্ঠানে বসে করেছেন সমালোচনা।

ইডেন টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারানোর পর বিসিসিআই প্রধান সৌরভকে প্রশংসায় ভাসান কোহলি। বলেন তার আমলেই বদলে যাওয়া শুরু ভারতের, ‘টেস্ট ক্রিকেট হল মানসিক লড়াইয়ের জায়গা। আমরা শিখেছি কীভাবে চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হয়। বিপক্ষকে চ্যালেঞ্জটা ফিরিয়ে দিতে হয়। আর এটা দাদার দলই শুরু করেছিল। আমরা শুধু সেটাকে এগিয়ে নিয়ে চলেছি।’

সৌরভের বদলে দেয়া মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে কোহলির দলটার মাঝেও। দলটি এখন টেস্ট ক্রিকেটে সেরা। সেই দিক ইঙ্গিত করেই সাবেক অধিনায়কের প্রশংসা করেন বর্তমান অধিনায়ক।

বিষয়টি একদম পছন্দ হয়নি গাভাস্কারের। টিভিতে সরাসরি যা বলেছেন তা জন্ম দিতে পারে বিতর্কের, ‘সৌরভ এখন বিসিসিআই সভাপতি। তাই ওর সম্পর্কে ভালো কথা তো বলতেই হবে। বিরাটের এমন মন্তব্যের পরে অনেকের মনে হতেই পারে ভারতীয় ক্রিকেট বোধহয় শুরুই হয়েছে ২০০০ সালে অথবা ১৯৯৪-৯৫ সালে। বিরাট ১৯৮৮ সালে জন্মেছে, ফলে ওর পক্ষে জানা সম্ভব নয়, ভারতীয় দল সত্তর এবং আশির দশকেও কিন্তু সিরিজ জিতেছে, টেস্ট ম্যাচ ড্র করেছে।’