চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সৌদি রাজপুত্র খালিদ বিন তালালের মুক্তি

প্রায় বছর খানেক কারাবাসের পর মুক্তি পেয়েছেন সৌদি রাজপুত্র খালিদ বিন তালাল। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করার কারণে তাকে গত বছরের নভেম্বরে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, সালমানের দুর্নীতি বিরোধী অভিযানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন খালিদ। তিনি সৌদি রাজা সালমানের ভাগ্নে এবং ধনকুবের আল ওয়ালিদ বিন তালালের ভাই।

মুক্তির পর প্রিন্স খালিদ বিন তালালকে তার পরিবারের সাথে তোলা ছবিতে দেখা গেছে সামাজিক মাধ্যমগুলোতে।

খালিদের এক ভাগ্নি টুইটারে লিখেছেন, ‘স্রষ্টাকে ধন্যবাদ আমাদের নিরাপদ রাখার জন্য’।

আরেকটি ছবিতে দেখা যায়, প্রিন্স তার আদরের সন্তানকে জড়িয়ে ধরিয়ে চুমু খাচ্ছেন।

বর্তমানে সৌদি যুবরাজ সালমান সাংবাদিক জামাল খাশোগির হত্যাকান্ড নিয়ে ব্যাপক আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। তাকে প্রতিনিয়তই সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। এমনকি এই হত্যাকাণ্ডের ব্যাপারে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণও পাওয়া যাচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, এ কারণে যুবরাজ রাজপরিবারের সদস্যদের মাঝে অভ্যন্তরীণ কোন্দলগুলো মেটাতে চাচ্ছেন। আর এ কারণেই হয়তো খালিদকে মুক্তি দেয়া হতে পারে।

যদিও সৌদি সরকার তার গ্রেপ্তার বা মুক্তির ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। গত বছর আরও প্রায় ডজন খানেক প্রিন্সের মতো ওয়ালিদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনা হয়।