চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সৌদি আরবে নিষিদ্ধ হলো স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’

চলতি মাসেই মুক্তি পেতে চলেছে স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’। মুক্তির আগেই সৌদি আরব, দুবাই, কুয়েত, ওমান ও বাহরাইনে নিষিদ্ধ করা হলো ছবিটি।

ভ্যারাইটির সূত্রে জানা গেছে, ‘ওয়েস্ট সাইড স্টোরি’ মুক্তির অনুমতি দেয়নি আরব দেশগুলো। একটি দৃশ্যে আপত্তি তুলেছে তারা। যে দৃশ্যটি নিয়ে আপত্তি তোলা হয়েছে সেটি তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে ঘিরে।

আরব দেশগুলোতে এর আগেও হলিউডের অনেক ছবি নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া মার্ভেলের ‘ইটারনার্লস’ও আঁটকে গেছে সেন্সরে।

টনি নামের এক ব্যক্তিকে ঘিরে ‘ওয়েস্ট সাইড স্টোরি’র গল্প। ১৯৫৭ সালে নিউ ইয়র্ক সিটির ঘটনা। হাই স্কুল ড্যান্সে গিয়ে মারিয়া নামের এক মেয়ের প্রেমে পড়ে সে। তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় বখাটে জেটস ও শার্কস। ১০ ডিসেম্বর মুক্তি পাবে ‘ওয়েস্ট সাইড স্টোরি’।